স্ত্রীকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজ কর্মস্থলে ফেরার পথে
দাঁড়িয়ে থাকা খড়িবোঝায় ভুটভুটির সঙ্গে ধাক্কা লেগে গেল স্বামীর!
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা খড়িবোঝায় ভুটভুটির সঙ্গে ধাক্কা লেগে মাসুদ রানা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। গত বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পঞ্চমীতলা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত  মাসুদ রানা (৪৫) আত্রাই উপজেলার  কুশাতলা শলিয়া গ্রামের  আনিছুর রহমানের ছেলে।  পেশায় তিনি একজন পল্লী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান। জীবিতাবস্থায়  নাচোল পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত ছিলেন তিনি।  তার স্ত্রী রোজি পেশায় একজন সাব-ইন্সপেক্টর। বর্তমানে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় কর্মরত। স্ত্রীকে নওগাঁ বাসষ্ট্যান্ডে গাড়িতে উঠিয়ে দিয়ে তার নিজ কর্মস্থলে ফেরার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন তিনি। তার এক ছেলে ও মেয়ে রয়েছে বলে জানা গেছে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। এরপর স্বজনদের কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে রাতেই নিহতের মরদেহ হস্তাস্তর করা হয়েছে।