বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়(বাকৃবি) এর মাৎস্যবিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে বিভিন্ন কর্মসূচির পালনের মাধ্যমে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫' উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো "অভয়াশ্রম গড়ে তুলি,  দেশি মাছে দেশ ভরি"।

 দিবসটি পালন উপলক্ষে ২১ আগস্ট ২০২৫, (বৃহষ্পতিবার) সকাল ১০.০০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ র‍্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন সংলগ্ন  ব্রহ্মপুত্র নদের ঘাটে এসে শেষ হয়। মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার, অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ উক্ত অনুষদের ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ র‍্যালীতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন যে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের কারণ আমরা জাতীয় প্রোগ্রামের সমান্তরালে বিশ্ববিদ্যালয় পর্যায়েও অনুষ্ঠানের আয়োজন করেছি। তিনি বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের দৈনন্দিন খাদ্যাভাসে মাছ অপরিহার্য হয়ে আছে। আমাদের দেশের বিভিন্ন নদ-নদী, খাল-বিলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা মাছের প্রাপ্যতা কমে যাওয়া সত্ত্বেও মৎস্যখাত সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকবৃন্দের ঐকান্তিক প্রয়াসে এদেশে মৎস্য উৎপাদনে নীরব বিপ্লব সংঘটিত হয়েছে যা রুপালি বিপ্লব নামেও পরিচিত। এই বিপ্লবের কারণেই সাধারণ মানুষজন তাদের খাদ্য তালিকায় মাছের যোগান নিশ্চিতের মাধ্যমে আমিষের ঘাটতি মেটাতে পারছে। তিনি বাকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ মৎস্য অধিদপ্তরসহ সারাদেশে সংশ্লিষ্ট গবেষকবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে এই সেক্টরটি অনন্য উচ্চতায় পৌঁছেছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর সাফল্য কামনা করেন। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর ব্রহ্মপুত্র
 নদে মাছের পোনা অবমুক্ত করেন।

সকাল ১১.০০টায় উক্ত অনুষদের প্রফেসর আমীনুল হক ভবনের সভাকক্ষে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যের আলোকে মাৎস্যবিজ্ঞান অনুষদের দৃষ্টিভঙ্গি ও সুপারিশমালা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট অনুষদের ডিন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। সেমিনারে স্বাগত ও মূল নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ। উক্ত সেমিনারে মাৎস্যবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।