ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘জুলাই বিপ্লব বৈষম্যহীন ন্যায়ভিত্তিক অধিকারপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠায় চিরকাল অনুপ্রেরণা যোগাবে। জুলাই বিপ্লবের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশকে সামনে দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে।’


সোমবার (২৮ জুলাই ২০২৫) সকালে ময়মনসিংহ সিভিল সার্ভিস অফিস হল রুমে  সিভিল সার্জন অফিসের আয়োজিত জুলাই পুনর্গঠন অনুষ্ঠান -২০২৫ উদযাপন উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পেট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এসময় তিনি  বলেন-‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আয়োজিত এই প্রদর্শনীকে মনের চোখ দিয়ে দেখতে হবে। চিন্তা চেতনায় জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। প্রত্যাহিক কর্মে এর প্রতিফলন থাকতে হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ ও জাতি পুনর্গঠনে কাজ করতে হবে।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান,   এর আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, 
স্বাস্থ্য অধিদপ্তরের( মহাখালীর) উপ-পরিচালক ডাক্তার এস এম শাহরিয়ার, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (ইপিআই), ময়মনসিংহের ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ, সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জাবেদ হোসেন,
জুনিয়র কনসালটেন্ট (সিডিসি),মেডিকেল অফিসারবৃন্দ,সিনিয়র ও জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আজ আমরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে  রক্তদান কর্মসূচি পালন করছি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করি এবং তাঁর আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। এসময় তিনি বলেন, শহীদ সাগরের স্মৃতিকে সম্মান জানাতেই এই আয়োজন। গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের সবার প্রতি আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। তাঁদের সাহস ও নিঃস্বার্থতার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব।