রাজবাড়ী আদালত চত্বরে প্রিজন ভ্যানে উঠানোর সময় হ্যান্ডকাপ খুলে হত্যা মামলার আসামী আব্দুর রশিদ জোয়াদ্দার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ তাকে আটক করে। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের ইউসুফ জোয়াদ্দারের ছেলে।


সোমবার (২৮ জুলাই)  দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালতের গারদখানা থেকে আসামী জেলখানায় নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তুলছিল। এসময় এক আসামী হ্যান্ডকাপ খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় দোকানী কামাল ও রুহুল আমিন সহ জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে কামাল ও রুহুল আমিন বলেন, আসামীকে জেলখানায় নিয়ে গেছে। এ বিষয়ে আর কিছু বলতে পারবো না।
এ বিষয়ে রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, হ্যান্ডকাপ নষ্ট থাকায় আসামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তৎপর থাকায় পালাতে পারেনি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, আসামী পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পুলিশ তাকে তাৎক্ষনিক আটক করে।  

উল্লেখ্য, মাদক সেবনের টাকা না দেওয়ায় বন্যা (৩০) নামে দুই সন্তানের জননীকে গত বছরের ২২ সেপ্টেম্বর শ^াসরোধ করে হত্যা করে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের রশিদ জোয়াদ্দার। এ ঘটনায় গত বছরের ২৩ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলপাড়ার হানু প্রামানিকের ছেলে ও নিহত বন্যার ভাই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ রশিদ জোয়াদ্দারকে গ্রেপ্তার করে।