পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্ত আসামী বরগুনা সদর উপজেলার আমতলারপাড় গ্রামের মোঃ মোশারেফ হোসেনের পুত্র মোঃ রাজীব।

  সোমবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান আসামীর অনুপস্থিতিতে ওই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী ও নদমূলা এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে একটি দল চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাত ১ টার দিকে অভিাযান চালাচ্ছিলো। ওই সময় দন্ডপ্রাপ্ত রাজীবকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে ডিবি পুলিশ দল তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে দৌড়ে পালাবার চেষ্টা করে। তখন পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশী করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে ভান্ডারিয়া থানায় নিয়ে যায় ও এস.আই দেলোয়ার হোসাইন বাদী হয়ে রাজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আদালত আজ ওই রায় দেন। বরগুনা থানায় দন্ডিত রাজীবের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ৬টি মামলা রয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাড.আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাড.আহসানুল কবির বাদল।