শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের আত্মত্যাগ স্মরণে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মাধবপুর থানার অফিসার ইনচার্জ, ধর্মীয় নেতৃবৃন্দসহ অন্যরা।
বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস হলো গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা জোগায়। নতুন প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে জানাতে হবে এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে হবে।”