সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত দ্যা মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল সহ উক্ত স্হানে বসবাসকারী নাগরিকদের স্হায়ী ভূমি বন্দোবস্তের দাবীতে পাঁচ মৌজাবাসীর আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ই জুলাই)  দুপুর ২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরে পাঁচ মৌজার সহস্রাধিক মানুষের উপস্থিতিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চারিকাঠা দ্যা মেঘালয় টি এস্টেট এলাকা থেকে শুরু হয়ে জৈন্তাপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ মিছিল শেষে জৈন্তাপুর উপজেলা সদরে বাসস্ট্যশন সংলগ্ন তামাবিল মহাসড়কের পাশে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পাঁচ মৌজার বর্ষিয়ান মুরুব্বি সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, সাংবাদিক মুজিবুর রহমান ডালিম,কামাল উদ্দিন, জি এম সুফিয়ান,আব্দুস সালাম সহ পাঁচ মৌজার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তৃতাকালে অতিথিবৃন্দ বলেন, পাঁচ মৌজার মানুষ তাদের কাঙ্খিত দাবী আদায় না করে ঘরে ফিরে যাবে না। ইতিমধ্যে বেশ কয়েকদফা মানববন্ধন কর্মসূচি পালন সহ ভুমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও কোন উল্লেখযোগ্য অগ্রগতি দেখছে না পাঁচ মৌজাবাসী। তারা আরো বলেন, নিজেদের অসতীত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনে উপজেলার গন্ডি পেরিয়ে জেলার গুরুত্বপূর্ণ দপ্তরের সামনে মানববন্ধন কিংবা আমরণ অনশন কর্মসূচি পালনের  আল্টিমেটাম দেয়া হয়।