জৈন্তাপুরে আধুনিক চিকিৎসা সেবার মান নিশ্চিতে, সিলেট ও স্হানীয় চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের আস্হা, সুচিকিৎসা ও নির্ভুল ল্যাব রিপোর্টের নিশ্চয়তা নিয়ে গঠিত রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাপুরে আধুনিক চিকিৎসা সেবার মান নিশ্চিতে,  সিলেট ও স্হানীয় চিকিৎসকদের সমন্বয়ে রোগীদের আস্হা, সুচিকিৎসা ও নির্ভুল ল্যাব রিপোর্টের নিশ্চয়তা নিয়ে গঠিত রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ই মে) দুপুর ১২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা সদরে পূর্ব বাজার মসজিদের পাশে দুলাল মার্কেটে এই সেন্টারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সেন্টারের শুভ উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও আগামী সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন হতে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা জামায়তের আমির গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সৈয়দ আব্দুন নূর, হাজী মোস্তাক আহমেদ চৌধুরী, হাজি সেলিম আহমেদ চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি তাহির আলি কলাই, সাবেক ইউপি সদস্য আব্দুস শুকুর, ইউপি সদস্য জালাল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন জামায়াতের সহ সভাপতি মোখলেছুর রহমান, পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।এ বিষয়ে রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর পরিচালক ডাঃ আবদুল মালিক চৌধুরী বলেন, উন্নত সঠিক ল্যাব পরীক্ষা নিশ্চিত কল্পে আমাদের অগ্রযাত্রা শুরু। এখানে ২০% ডিসকাউন্টে সকল পরীক্ষা সহ নিম্মআয়ের মানুষের জন্য থাকছে বিশেষ সুবিধা। তিনি বলেন স্হানীয় চিকিৎসকদের পাশাপাশি প্রতিদিন সিলেট মহানগরের বিভিন্ন নামি-দামি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে পাশ করা ও দায়িত্ব পালনকারী চিকিৎসকরা উক্ত প্রতিষ্ঠানে সেবা প্রদান করবে। উক্ত প্রতিষ্ঠানের পরিচালক আবু সুফিয়ান বিলাল বলেন শুধু জৈন্তাপুর উপজেলা নয় বরং পাশ্ববর্তী কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার প্রান্তিক এলাকা সহ সকল এলাকার মানুষের দ্রুত সময়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব তাদের অগ্রযাত্রা শুরু করেছে। এতে করে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, চিকিৎসা মানুষের একটি মৌলিক অধিকার। আধুনিক ও স্বল্প খরচে যুগোপযুগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব  তাদের সাফল্য অর্জন করবে সেই আশাবাদ তিনি ব্যাক্ত করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল জব্বার (দাঃবাঃ)। পরে অতিথিবৃন্দ কেক কেটে রয়েল ডায়াগনস্টিক এন্ড হেলথ্ হাব এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।