জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ ধান চাল সংগ্রহের আয়োজন করা হয়। উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় ও খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, এ উপজেলায় ২০২৫ সালে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা শামছুল হক, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি)আশিসুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, স্থানীয় কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চলতি বোরো ধান চাল সংগ্রহ মৌসুমে ১ হাজার ২৫২ টন ধান ও ১ হাজার ৮৬৩ টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও সিদ্ধ চাল কেজি ৫৯ টাকা দাম ধরা হয়েছে। উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিসুল ইসলাম (ওসি এল এসডি) বলেন, চলতি বোরো মৌসুমে ধান ১২৫২ টন ও চাল ১৮৬৩ টন ক্রয়ের লক্ষ্যমাত্রা উদ্বোধন করা হয়েছে।