সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা শিল্পকলা একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই জুলাই) বেলা ১১:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা শিল্পকলা একাডেমির নবনির্মিত ভবনে এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। 

এ সময় তিনি ফিতা কেটে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করেন। পরে একাডেমির বিভিন্ন কক্ষ তিনি পরিদর্শন শেষে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের  সাথে এক মতবিনিময় সভা করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক বিকাশে সাংস্কৃতির কোন বিকল্প নেই। তিনি বলেন, শিশুদের মধ্যে সাংস্কৃতির অনেক প্রতিভা লুকায়িত থাকে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে তা বিকশিত হয়ে উঠতে পারে না। তিনি আশাবাদব্যাক্ত করেন জৈন্তাপুর উপজেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে প্রতিভাবান শিল্পীদের সঠিকভাবে গড়ে তুলতে সক্ষম হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া, সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার লাবনী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আবুল কালাম, উপজেলা জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপ- সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম, পল্লী সঞ্চয়  ব্যাংকের ব্যবস্হাপক হারুণ অর রশিদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক রেজাউল ইসলাম রাজা,সফল কুমার নন্দী,হুসেন মিয়া, গায়ত্রী পলি সহ অভিভাবকবৃন্দ।

পরে মতবিনিময় সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার  উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি ঔষধী গাছের চারা রোপন করেন।