সিলেটের জৈন্তাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে চিকনাগোল এলাকা হতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পন্য সামগ্রি উদ্ধার করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। সেনাসূত্রে জানানো হয়, সোমবার (৫ই মে) রাত ১১:৪০ ঘটিকায় এএসইউ সেনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল চিকনাগোল এলাকায় অভিযান চালায়। এ সময় পশ্চিম ঠাকুরের মাটি এলাকার জৈনিক পঁচা মিয়া ও মরা মিয়া নামে দুই ভাইয়ের মালিকানাধীন বাড়ী হতে ৫৫টি বড় সাইজের বস্তা উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া বস্তা হতে ৫০০ এর অধিক কার্টন উদ্ধার করে সেনাবাহিনী। এ সময় কার্টন হতে উদ্ধার হওয়া পন্যের মধ্যে লেহেঙ্গা, থ্রি পিস, ছোটদের জামা,ওড়না, জামা , পেন্টি, এনজেল, স্কিন শাহীন , পিসভিট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, গোমেলা ক্রিম, ক্লবজি ক্রিম, চশমা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮,৪৬,৩৮৮ টাকা সমপরিমাণ। সেনাসূত্রে আরো জানানো হয়, উদ্ধারকৃত চোরাইপন্য সমুহ মঙ্গলবার দুপুর ১২:৩০ ঘটিকায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।