অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন, থানা মসজিদের পেশ ইমাম মুফতি মো.শামীম। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার মো. আলিমুজ্জামান'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা পৌরপ্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
পুলিশ একা সমাজের সব সমস্যার সমাধান করতে পারবে না। জনগণ যদি সহযোগিতা করে, তবে আইনশৃঙ্খলা রক্ষা আরও সহজ হবে। পুলিশ সবসময় জনগণের বন্ধু। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, চাঁদাবাজি, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরে কার্যকর সমাধানের প্রস্তাব দেন।
'ওপেন হাউজ ডে' হলে জনগণ সরাসরি পুলিশের কাছে নিজেদের কথা বলতে পারে, যা আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম তার বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ, অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সাত্তার, ঝিকরগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুন, গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়নের জামায়াতের আমীর মাষ্টার নুরুজ্জামান, শিমুলিয়া ইউনিয়নের বিএনপির সভাপতি মো.শাহাজান আলী, গদখালী ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান লিটু, নাভারণ ইউনিয়নের যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন, সাংবাদিক মো. ইসমাইল হোসেন, নাভারণ ইউনিয়ন জামায়াতের নেতা মো. জয়নাল আবেদীন, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী, পানিসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন প্রমুখ।