আজ সোমবার দুপুর ১২ টায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচিতে বাউফলে কর্মরত সাংবাদিকেরা অংশ নেয়। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন, অতুল চন্দ্র পাল, মিজানুর রহমান, এম জাফরান হারুন, ইয়াকুব রুবেল প্রমুখ।
বক্তারা বলেন, প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ও পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে বেধড়ক মারধর স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরুপ। ঘটনার সঙ্গে জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে, যাতে আর কোনো সন্ত্রাসী সাংবাদিকের ওপর হামলা করার সাহস না পায়।