গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার টুঙ্গিপাড়াকে মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


 ৭জুলাই ২০২৫ইং সোমবার সাংবাদিদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন,  গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের সহযোগিতা পেলে টুঙ্গিপাড়া উপজেলাকে একটি আদর্শ, দুর্নীতিমুক্ত ও শিক্ষাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব। মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।”

তিনি আরও বলেন,  “টুঙ্গিপাড়া শিক্ষার দিক দিয়ে এখনো পিছিয়ে আছে। আমি চাই, এখানকার প্রতিটি শিশু-শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হোক।”


সভায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি,শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক, মোঃ আফজাল হোসেনসহ সিনিয়র সাংবাদিকরা। তারা উপজেলার বিভিন্ন দুর্নীতি, অনিয়ম, মাদক ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ ইত্যাদি বিষয় তুলে ধরেন এবং সমাধানে প্রশাসনের আরও দৃঢ় ভূমিকার আহ্বান জানান।

সাংবাদিক নেতারা বলেন,  “টুঙ্গিপাড়ার সমাজ উন্নয়নে সাংবাদিক সমাজ বরাবরই গঠনমূলক ভূমিকা রাখছে। তবে প্রশাসনের দিক থেকেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখতে চাই।”


মতবিনিময় শেষে ইউএনও ফারজানা আক্তার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,  
“আপনারা পাশে থাকলে টুঙ্গিপাড়াকে বদলে দেওয়া সম্ভব।”এই মতবিনিময় সভা টুঙ্গিপাড়ার প্রশাসন ও সংবাদপত্রের মধ্যে সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সবাই।