ঠাকুরগাঁওয়ে চলছে ধান কাটা উৎসব। ভুট্টা মৌসুম শেষে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছেন আমন ধান কাটায়। চারদিকে ধান কাটার দৃশ্য আর ব্যস্ততার চিত্র যেন প্রকৃতির সঙ্গে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।
গত চার দিন ধরে আবহাওয়ায় ছিল ভিন্ন রকম বৈচিত্র্য—একটু রোদ, একটু গরম, মাঝে মাঝে হালকা বৃষ্টি। এই অবস্থায় মাঠের কাজ কিছুটা ব্যাহত হলেও কৃষকেরা সময়ের কাজ সময়ে শেষ করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিনের রোদ-বৃষ্টি মিশ্র আবহাওয়ার কারণে ধান শুকাতে কিছুটা সমস্যা হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারমূল্যে। স্থানীয় কৃষক মো. তামিম ইসলাম বলেন, "আবহাওয়া ভালো না থাকায় ধান পুরোপুরি শুকাতে পারছি না, যার কারণে দামে একটু কম পাচ্ছি। তবে ভালো আবহাওয়া থাকলে দ্রুত কাটামাড়া ও শুকানো শেষ হবে।
তবে অনেক কৃষক আশাবাদী, আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে চলতি সপ্তাহেই পুরো ফসল ঘরে তোলা সম্ভব হবে এবং বাজারে ধানের দাম কিছুটা স্থিতিশীল হতে পারে।