শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বিক্ষোভ মিছিলটি বাইপাস মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব ও থানার সামনে এসে শেষ হয়। ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বেলাল হাবশী।
মিছিলে আরও উপস্থিত ছিলেন—ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম আল হাদী, জামায়াতে ইসলামীর জেলা সদস্য মাওলানা ডা. হেমায়েত উদ্দিন, যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, যুব আন্দোলনের উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল, জামায়াত নেতা মাওলানা কবির হোসেন এবং উপজেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মফিজুর রহমানসহ তাওহীদি জনতা।
বক্তারা বলেন, “ব্যবসায়ী মোহাম্মদ সোহাগকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, যা মানবতাবিরোধী ও ন্যক্কারজনক। এ ঘটনায় জড়িতদের—including যুবদলের সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিসহ—দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এসব খুনিদের প্রকাশ্যে কঠোর সাজা নিশ্চিত করতে হবে।”