ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে প্লে-কার্ড ও গণজাগরণমূলক কর্মসূচি পালন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুর ২টার দিকে ক্যাম্পাসে এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড হাতে নিয়ে কলেজের মূল ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সেগুলো আঠা দিয়ে সাঁটিয়ে দেন।
প্লে-কার্ডে শিক্ষার্থীদের দাবি স্পষ্টভাবে উঠে আসে। শিক্ষার্থীদের স্লোগানের মধ্যে উল্লেখযোগ্য স্লোগান ছিল:
“এক দফা এক দাবি—অধ্যাদেশ কবে দিবি!”
“রাষ্ট্র, তোমার সময় শেষ—জারি করো অধ্যাদেশ!”
“অধ্যাদেশ জারি করো—বিশ্ববিদ্যালয়ের পথ সুগম করো!”
“শিক্ষা সিন্ডিকেট ধ্বংস করো—কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মুক্ত করো!”
শিক্ষার্থীরা বলেন, সরকার ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামকরণ করলেও এখনও পর্যন্ত অধ্যাদেশ জারি করেনি। তারা হুঁশিয়ারি দেন, আগামী ৫ আগস্টের মধ্যে অধ্যাদেশ না জারি করা হলে ৬ আগস্ট কবি নজরুল সরকারি কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা রাজপথে নামবে।
আন্দোলনকারীরা আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা গড়ে তুলতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।