ব্রাহ্মণবাড়িয়ার জেলা নাসিরনগরে আলোচিত ‘ভূমিদস্যু’ খ্যাত রাজনৈতিক নেতা ও গুণিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিতু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নাসিরনগর উপজেলা নিষিদ্ধ দল  আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন -! 

রোববার (৩ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস দল ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুণিয়াউক ইউনিয়নের চিতনা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, মো. জিতু মিয়ার বিরুদ্ধে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন শাহ আলম পাঠান নামের এক ব্যক্তি। মামলার এজাহারে ২৮ নম্বর আসামি হিসেবে নাম আসে মো. জিতু মিয়ার, যিনি বর্তমানে গুণিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত জিতু মিয়ার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে জমি দখল, হুমকি-ধমকি এবং দুর্বৃত্তায়নের অভিযোগ উঠেছিল। যদিও তিনি সবসময় তা অস্বীকার করে আসছিলেন। এবং ক্ষমতার অপব্যবহার করেছিলেন!   তবে বিস্ফোরক মামলায় গ্রেফতার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় স্থানীয় রাজনীতি ও প্রশাসনিক মহলে নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনেকেই বলছেন, আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি সাহসী পদক্ষেপ।