শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার পোস্ট অফিসের সামনে থেকে বর্ণাঢ্য শুরু হয়ে বেপারী বাড়ীর মোড়ে গিয়ে র্যালী শেষ হয়। যুবদলের সহশ্রাধীক নেতাকর্মী উক্ত র্যালিতে অংশগ্রহন করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত পথ সভায় যুবদল নেতা মুন্সী ইশারত বলেন, ১৭ বছর হামলা মামলা, নির্যাতন সহ্য করে আজ জাতীয়তাবাদী যুবদল সদরপুরে শক্ত অবস্থান তৈরী করেছে ৷ আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তি শালী করতে তারুন্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দেওয়ার আহবান জানান।
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহরিয়ার আল সুমন বলেন, থানা ভাংচুর, অস্ত্রলুট এসব ঘটনায় নীরিহ মানুষকে অভিযানের নামে হয়রানী বন্ধ করতে হবে। দ্রুত সুষ্ঠ নির্বাচন দিয়ে জনগনের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবী জানান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুবদল নেতা এডভোকেট তুহিন মৃধা,মুন্সী ইশারত, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহরিয়ার আল সুমন সহ অনেকে।