দাখিল পরীক্ষায় শতভাগ পাস ফলাফল নিয়ে সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা।
সোমবার (১৪ জুলাই) দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে প্রতিষ্ঠানটি। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান মো. আব্দুল মান্নান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এম শাহেদ আলী প্রমুখ।
২০২৫ সালের দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের সবাই শতভাগ সফলতা অর্জন করেছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৭ জন ও মানবিক বিভাগ থেকে ২ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়ে মাদ্রাসার ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, “এক সময় বলা হতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কিন্তু সে ধারণা এখন অতীত। মাদ্রাসার ছাত্ররাও আজ বিশ্ববিদ্যালয় ও জাতীয় পর্যায়ে চমৎকার ফল করছে।” তিনি আরও বলেন, “সাহাবায়ে কেরাম যেমন অর্ধ পৃথিবী শাসন করেছেন এবং আখেরাতের জন্য নিজেকে তৈরি করেছেন, আমরাও সেই আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি। মাদ্রাসার এই সাফল্য শিক্ষার্থীদের একাগ্রতা, শিক্ষক-শিক্ষিকাদের নিষ্ঠা এবং অভিভাবকদের আন্তরিকতার সম্মিলিত ফল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি ছিল শুধু একটি সংবর্ধনা নয়, বরং নতুন প্রজন্মের কাছে একটি বার্তা মাদ্রাসা শিক্ষাও জাতীয় উন্নয়নে সমানভাবে গুরুত্বপূর্ণ।
প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হক বলেন, আমাদের মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং আলহামদুলিল্লাহ সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা আমাদের জন্য শুধু সাফল্য নয়, একটি বার্তা মাদ্রাসা শিক্ষার্থীরাও পারে, যদি সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ পায়।এই অর্জন যেন একমাত্র গন্তব্য না হয়। সামনে আরও পথ, আরও চ্যালেঞ্জ। আমাদের শুধু এই দুনিয়ার জ্ঞান নয়, আখিরাতের কল্যাণকেও সামনে রেখে পথ চলতে হবে। আমরা এই মাদ্রাসাকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।