পৌরসভা সুত্রে মতে,তিনি পৌর সড়কের একাংশ ঘে্সে অনুমতি ছাড়াই অবৈধ দেয়াল নির্মাণ করেন। যা বন্ধ করবার জন্য ৪ জুন ও ১৭ জুন ২০২৫ দু 'বার নোটিশ প্রদান। ক করেন। কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে কাজ
অক্ষুন্ন রাখা হয়।২৮জুলাই২০২৫ নিজাম উদ্দিন পৌরসভাতে ডেকে আনা হয়।সেখানে নিজাম উদ্দিন সময় টুকু চেয়ে জামায়াত ও বিএনপির প্রভাবশালী নেতাদের বাসভবন গিয়ে অনুরোধ, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর
প্রশাসক স.ম আজহারুল ইসলাম কে দেয়াল অপসারণ না করার সুপারিশ করেন।পৌরসভার এক দ্বায়িত্ব শীল কর্মকর্তা জানান এধরনের নির্মাণ স্পষ্ট ভাবে নিয়ম বহিভূর্ত। বিষয়টি তদন্তাধীন। দ্রুত ব্যবস্হ নেয়া হবে। নিজাম উদ্দিনের বিরুদ্ধে আরও
যেসব অভিযোগ পাওয়া গেছে একতলা অনুমতি নিয়ে দোতলায় নির্মাণ করছেন।
যা পৌর নির্মাণ বিধি মালার বিরোধ সুস্পষ্ট লংঘন। সড়ক ও জনপদ জলাশয় ভরাট।
মসজিদের জন্য বরাদ্দকৃত খাস জমি দখল
করে তার মা- বাবার কবর ও আওয়ামী লীগের সভাপতি খায়েজ আহমেদের মা- বাবা-র কবর স্হাপন করেন। জার্মান প্রবাসী বড় ভাই পরিবার নিয়ে দেশে এসে দেখে তার চলাচলের রাস্তা অবরুদ্ধ। এখন সে নিরাপত্তাহীন অবস্থা তে আছে।