বর্ষাকালে দিনমজুরদের জন্য এই প্রজেক্টটি ছিল অত্যন্ত মানবিক এবং সময়োপযোগী উদ্যোগ।
এই যৌথ প্রকল্পটি আয়োজন করে রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি,রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স,রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন,রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সিটি ও রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম কসমোপলিটন,যা রোটারেক্ট ডিস্ট্রিক্ট ৬৫-এর অন্তর্ভুক্ত।
উক্ত প্রকল্প পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি'র (আসমা আনিকা হৃদি,রিদুয়ানুল ইসলাম ফাহিম,আব্দুল্লাহ আল নাইম),রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স'র (চৌধুরী ইরফাত,মেহেরুন্নেসা স্বপ্না,তৌফিকুল ইসলাম),রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন'র (সবুজ,অনি), রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সিটি'র (তানজিলা জোনাইদ,ইফতেখার মাহমুদ রাফি),রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম কসমোপলিটন'র নাকিবুর রহমান চৌধুরী।
এ প্রকল্পে পথচারী ও অসহায় দিনমজুরদের মধ্যে রোটারেক্ট ব্র্যান্ডিংকৃত রেইনকোট বিতরণ করা হয়। প্রকল্প শেষে সদস্যরা বলেন, মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের প্রকৃত প্রাপ্তি।
এই মানবিক উদ্যোগগুলো রোটারেক্টের মূলমন্ত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।