বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিন্স মাহমুদ ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করতে যাচ্ছিলেন প্রিন্স। পথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনতাজুল হক বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।