নওগাঁর ধামইরহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে "নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি" প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে

নওগাঁর ধামইরহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে "নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি" প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিমেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) সকাল দশটায় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। এরপর ভূমি মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নাগরিকদের আধুনিক প্রযুক্তিনির্ভর জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি সেবা ডিজিটাইজ, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ান (পর্চা), অনলাইন শুনানি, জলমহলের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ, নকশা সংগ্রহ ব্যবস্থাপনা শতভাগ অনলাইন ভিত্তিকসহ নানান বিষয়ের উপর আলোচনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছা. জেসমিন আক্তার বলেন, "ডিজিটাইজ ভূমি সেবা প্রদানের মাধ্যমে জনগণের ভোগান্তি কম করতে ও দালাল মুক্ত ভূমি অফিসের সকল কাজ বাস্তবায়নে সকলকে সসর্বাত্মক সহযোগিতা করবেন। এবং সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেলা পরিদর্শন ও ভূমি সেবা সম্পর্কে জানার জন্য আহবান জানাচ্ছি।" এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার, প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজেদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল আমুন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল হাকিম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদার, সমবায় অফিসার মো. হারুনর রশীদ, সার্ভেয়ার অলক কুমার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগণ।