নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহারখোলা এলাকায় নদীর পাড়ে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা নদীর পাড়ে হাঁটতে গেলে জিও ব্যাগ ও কচুরিপানার সঙ্গে আটকে থাকা মরদেহটি দেখতে পান। পরে তারা বিষয়টি মির্জারচর নৌ ফাঁড়িকে অবহিত করেন।

খবর পেয়ে মির্জারচর নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। তিনি জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা ও মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এসআই নুরুজ্জামান আরও জানান, মরদেহের পরনে থাকা পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।