জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রনেতাদের স্মরণে নাটোর জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয় এক স্মরণসভা।

নাটোর জেলার পুরাতন বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই সভায় বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন,
জুলাই-আগস্টের আন্দোলনে এনসিপি নেতারা সহ শরিক দলগুলো আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছিল। অথচ আজ তারা দ্বিধাবিভক্ত হয়ে আমাদের বিরুদ্ধেই কুৎসা রটাচ্ছে। অথচ গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনাটি বর্বরতা ছাড়া আর কিছু নয়। নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন,
সময় আছে এখনো—জুলাইয়ের যোদ্ধারা আবার কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হলে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করা সম্ভব। না হলে তারা দেশকে আবার অস্থিরতার দিকে ঠেলে দেবে এবং জনগণের স্বাধীনতা হরণ করবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা ফয়সাল ইসলাম এবং সঞ্চালনা করেন মাহবুবুল আলম বাবলু।
জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী সভায় যোগ দেন।

সাদ্দাম হোসেন বলেন,
জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বর্তমান সময়ে একটি গুপ্ত রাজনৈতিক দলের অপশক্তির বিরুদ্ধে আন্দোলনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নাটোর জেলা ছাত্রদল প্রস্তুত আছে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায়।

সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল নেতাকর্মী গণতন্ত্র ও স্বাধীনতার পথে একসাথে চলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।