নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা ছয়জন নারীসহ মোট আটজন প্রাণ হারিয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মেহেরপুর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে কুষ্টিয়ার জাহিদুল ইসলাম সিরাজগঞ্জের বেলকুচিতে পুত্রবধূকে দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজন এবং চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর, ধর্মদহ ও মিজানপুর এলাকার ছয়জন নারীসহ একজন পুরুষ যাত্রী এবং মাইক্রোবাস চালক। নিহতদের মধ্যে অধিকাংশই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, ওসি গোলাম সারওয়ার হোসেন এবং হাইওয়ে পুলিশের ওসি ইসমাঈল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ সুপার জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। দুর্ঘটনার তদন্ত চলছে এবং ট্রাক চালককে আটক করতে অভিযান শুরু হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুতগতির যানবাহন ও বেপরোয়া চালনার কারণে মহাসড়ককে মরণফাঁদ হিসেবে উল্লেখ করছেন।