বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নফ নদী থেকে মাছ শিকার করে ফেরার পথে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।


 এই ঘটনা ঘটেছে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন সীমান্তবর্তী নাইক্ষ্যংদিয়া এলাকায়। 

আটককৃত জেলেরা হলেন, শাহ পরীর দ্বীপের মোঃ আলী আহমদ দুই ছেলে মোঃ ইলিয়াস(৪১) আক্কল আলী(২০), 
মোঃ ইলিয়াসের ছেলে মোঃ নুর হোসেন(১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন(২২) ও মোঃ নুর হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৫)। 
এদের সকলের বাড়ি টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ জালিয়া পাড়া গ্রামে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেন,তিনি আরো বলেন,এই খবর টি আমি পেয়েছি গতকাল সকাল ৯ টার সময়। 

টেকনাফ নির্বাহী কর্মকর্তা শেখ হাসান উদ্দিন জানান,পাঁচ জেলে একটি ইঞ্জিল চালিত নৌকাসহ ফেরার পথে অস্ত্রে মুখে জিম্মি করে ধরে নিয়ে যাওয়ার খবরটি শুনেছি। সাথে সাথে কোস্ট গার্ড'কে অবগত করেছি। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আরকান আর্মির তৎপরতা বেড়ে গেছে। তারা প্রায়শই সীমান্তবর্তী এলাকায় গুলিবর্ষণ ও অপহরণের মতো ঘটনা ঘটিয়ে আসছে। এর ফলে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।