র‍্যাপিড একশন ব্যাটালিয়ান ( র‍্যাব) এলিট ফোর্স হিসাবে আত্বপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃন্যতম অপরাধ, যেমন মাদক,হত্যা মামলা,সন্ত্রাসী, চাঁদাবাজি, জঙ্গি দমন,অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে ।
এরই ধারাবাহিকতায় ১৮ই মে   রোজ রবিবার  আনুমানিক সময় রাত ২:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প,হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগন্জ  জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের, লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে অভিযান পরিচালনা করে  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নং ১২,তারিখ - ০৯/০৪/২৫ ইং ধারা- ১৪৩/৪৪৭/৩০২/৩৭৯/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ এর মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ধরমন্ডল এলাকার রোকিয়া হত্যা মামলার পলাতক আসামী স্বামী -স্ত্রীকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামী,১. বদরুল মিয়া (৩০)  পিতাঃ কিমত আলী ,২. মাফিয়া বেগম(২৮) স্বামী -বদরুল মিয়া, উভয় সাং -ধরমন্ডল,থানা-নাসিরনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তিদের  বিরুদ্ধে  পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে  নাসিরনগর  থানায় হস্তান্তর করা হয়েছে। 
এছাড়া ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে  তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।