বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১৫ নং জয়নগর ইউনিয়নের, পূর্ব কাদিরাবাদ ৯ নং ওয়ার্ডের কবির হাওলাদারের কন্যা মরিয়ম (পূর্ব কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী)গত ০৭/০৭২৫ ইং তারিখে পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন।
যথাসময়ে মেয়ে বাড়ি ফিরে না আসায় 
স্কুল আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে বাবা কবির  হাওলাদার বাদী হয়ে ০৮/০৭/২০২৫ ইং  তারিখ কাজিরহাট থানায় একটি সাধারণ ডাইরি করেন। যাহার নং ২৯০,কাজিরহাট থানা ।
 ২৫/৭/২০২৫ ইং তারিখ আনুমানিক বিকেল ০৫ ঘটিকায় স্থানীয় 
মিলন খান  মরিয়মের বাবাকে মুঠোফোনে জানান , মিরাজ বেপারীর পরিত্যক্ত টিনের ঘরের পাশে ডোবায় একটি লাশের অংশ ভাসতেছে। 
সংবাদ পেয়ে, মরিয়মের বাবা মা  উপস্থিত হয়ে লাশের অর্ধ গলিত অংশ বিশেষ দেখতে পেয়ে 
 কাজিরহাট হাট থানা পুলিশকে অবহিত করেন।
ঘটনা স্থলে গিয়ে কাজিরহাট থানা পুলিশ, লাশের একটি পায়ের তিন ভাগের দুই ভাগ এবং বুক ও পেটের অংশ বিশেষ পরিত্যক্ত ডোবার থেকে উদ্ধার করে। উক্ত লাশের সঙ্গে থাকা সবুজ স্কুল ড্রেস এবং কালো রঙ্গের কোমর বন্ধনী এবং স্কুল ব্যাগ দেখে মরিয়মের বাবা লাশ  সনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন। কান্না জড়িত কন্ঠে তিনি 
বলেন  , অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে আমার মেয়েকে হত্যা করে  লাশ   ডোবায়  গুম করিয়া রাখে। কাজিরহাট থানা পুলিশ মরিয়মের লাশের  অংশ বিশেষ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠান ।এবং মরিয়মের বাবা কবির হাওলাদার। বাদী হয়ে কাজিরহাট থানায় একটি
অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৪/তারিখ ২৫/৭/২০২৫ইং কাজির হাট থানা, বরিশাল। এবিষয়ে কাজির হাট থানা অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন মামলা রুজু হয়েছে, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের সনাক্ত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। অতি শিঘ্রই আমরা খুনিদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।