সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ আজ বুধবার (১৬ জুলাই, ২০২৫) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “আইপিই সোসাইটি অফ নিটার”।

আইপিই বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় ও লুমিনেন্স বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে এক বিশেষ উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন নিটারের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মুগ্ধ ও সাজিদ, যারা অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।সেমিনারে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইটিএস সার্টিফাইড টোফেল ইনস্ট্রাক্টর সাইহাম রহমান। তিনি উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার প্রয়োজনীয়তা, টোফেল ও আইইএলটিএস-এর মৌলিক পার্থক্য এবং প্রস্তুতির কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন।

পরবর্তী বক্তা মো. তানভির খান, যিনি ইটিএস সার্টিফাইড জিআরই ইনস্ট্রাক্টর হিসেবে পরিচিত। তিনি বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ—বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপের সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন। সেমিনার শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সরাসরি জিজ্ঞাসার উত্তর দেন বক্তারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি নিটারের সম্মানিত পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা আইপিই সোসাইটির গুরুত্ব তুলে ধরে বলেন, “এই সোসাইটি শিক্ষার্থীদের নেতৃত্ব, জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।” তিনি প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সোসাইটির সভাপতি রায়হান আহমেদ জয় তাঁর বক্তব্যে সোসাইটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, “আইপিই সোসাইটি যেন কেবল প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং সম্মিলিতভাবে এগিয়ে চলার প্রতীক হয়ে ওঠে।”

অনুষ্ঠানে নিটারের আইপিই বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের এলুমনাই সদস্য মারজানুল ইসলাম ও সোলাইমান হাওলাদার উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের ছাত্রজীবনের অভিজ্ঞতা ও কর্মজীবনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে আইপিই বিভাগের পক্ষ থেকে সম্মানিত পরিচালক মহোদয়ের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। পরে কেক কেটে “আইপিই সোসাইটি অফ নিটার” এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।সবশেষে আগত অতিথি ও বক্তাদের হাতে শুভেচ্ছা স্মারক প্রদান এবং ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।