ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চতুদর্শী ও আবির্ভাব উৎসব নেত্রকোনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে

ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের চতুদর্শী ও আবির্ভাব উৎসব নেত্রকোনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। চতুদর্শী ও আবির্ভাব উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের বড়বাজার শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে রবিবার বিকেলে ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রীমদভাগবত পাঠের আয়োজন করা হয়। সন্ধ্যায় ভগবান নৃসিংহ দেবের শুভ অভিষেক ও পূঁজা অর্চনা শেষে পুষ্প অঞ্জলি এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া কমিটির আহবায়ক শ্রী অজিত কুমার সাহা রায় জানান, প্রতি বছর চতুদর্শী ও নৃসিংহ দেবের আবির্ভাব উপলক্ষে নেত্রকোনা জেলা শহরের বড়বাজার শ্রী শ্রী নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গনে হাজারো ভক্তবৃন্দের আগমন ঘটে। এবারো দিনব্যাপী ধর্মীয় নানা আয়োজন ছিলো উৎসবটি উদযাপনে।