সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ

সিলেটের জৈন্তাপুরে মধ্যরাতে অভিযান চালিয়ে ভারতীয় ইয়ামাহা R15  মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় অভিযানে চোরাচালানের মোটরসাইকেলের পাশাপাশি চোরাকারবারিদের ব্যবহৃত আরো একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 
আটককৃত ব্যাক্তিরা হলেন আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩)। সে ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। অপর ব্যক্তি ওমর ফারুক (২২)। সে ফেনী সদরের মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার পুত্র। এছাড়াও আটককৃত অপর ব্যক্তি হলেন জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের পুত্র আশিকুল ইসলাম (২৫)। 
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৮ই মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। 
ওইদিন রাত ১২:৩০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত শেলটেক টেকনোলজি কোম্পানি গেইটের সামনে হতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের নিকট হতে নীল সাদা রংয়ের একটি ভারত থেকে চোরাই পথে আনা ইয়ামাহা R15 মডেলের মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল বিক্রির সাথে জড়িত এক চোরাকারবারি দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাইক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। এ সময় তাদের সাথে ব্যবহৃত অপর আরো একটি বাইকও পুলিশ জব্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পলাতক একজন আসামিসহ মোট চারজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটক তিন আসামিকে রবিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।