বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী উপজেলার দেউটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজার ও আশপাশের এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত এবং নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ১০টি পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ৫ টি বাড়ীর রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আকতার জনান উপজেলার জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধগুলো কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।