‘সমাজ গঠনে আমি শপথ করছি’ এমন অঙ্গীকারে মুখরিত ছিল পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার য়ায় অর্ধ সহ¯্রাধিক নারী ও যুব অংশগ্রহণ করেন। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় আয়োজনটি।
অনুষ্ঠানটি ছিল দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা দেশের অন্যান্য জেলার মানুষদের সঙ্গে একযোগে শপথ পাঠ করেন।
দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সমাজ গঠনে নাগরিক সচেতনতা, নারীর নিরাপত্তা ও শিশুর সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। বক্তারা বলেন, পরিবার থেকে শুরু করে সমাজ-সর্বত্র নৈতিকতা ও দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে তরুণদের ইতিবাচক অংশগ্রহণেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।