পঞ্চগড়ে রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা উন্নীত করার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে

পঞ্চগড়ে রাজনৈতিক-সামাজিক সম্প্রীতি ও সহনশীলতা উন্নীত করার লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে ডেমক্রেসিওয়াচ বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় ওই সংলাপের আয়োজন করে জেলা নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরাম।
জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক ও বিকাশ বাংলাদেশ’র নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন। সংলাপে উপস্থিত থেকে বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর ফিরোজ নুরুন্নবী যুগল, হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, বোদার বড়শশী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বাংলাদেশ জাসদের জেলা সেক্রেটারী সুভাষ চন্দ্র রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মুকুল মিয়া, গণ অধিকার পরিষদের পৌর আহবায়ক জিন্নাতুন নাহার শিলু, সিপিবি বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিহাজ উদ্দীন মানিক, ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রমূখ। সংলাপ সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্য, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য, যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
সংলাপে প্রধান অতিথি তার বক্তব্যে সম্প্রীতি ও সহনশীলতা উন্নীত করণে সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল পেশা ও শ্রেণির মানুষকে একসাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়ে, আহত হয়ে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছেন সেই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আর কোনভাবে যেন ফ্যাসিস্টরা কাম ব্যাক করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।