দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রিয় নেতৃবৃন্দ পটুয়াখালীতে আসছে আগামীকাল সোমবার । কেন্দ্রিয় নেতৃবৃন্দকে বরণ করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করেছে পটুয়াখালী জেলা এনসিপি। পদযাত্রার ঐতিহাসিক আয়োজনে পটুয়াখালীর নাগরিকদের যোগদানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি পটুয়াখালী জেলা কমিটি।এ উপলক্ষে পটুয়াখালী বড় চৌরাস্তা থেকে-শহরের কোর্ট প্রাঙ্গনের সামনে থেকে সোনালী -ব্যাংক মোড় হয়ে ঝাউতলা পৌঁছে পথসভার মধ্যে দিয়ে শেষ হবে পটুয়াখালীর পদযাত্রা কর্মসূচি এমনটাই জানা যাচ্ছে শংসিলিস্ট সুত্র গুলো। ১লা জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। পর্যায়ক্রমে এই পদযাত্রা কাফেলা বাংলাদেশের সকল জেলা পরিক্রম করবে। এই ধারাবাহিকতার আগামীকাল সোমবার পটুয়াখালী জেলা শহরে কর্মসূচি পালিত হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নিবেন।