পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের দক্ষিণ ইন্দুরকানী গ্রামের অধীর রায়ের পুত্র প্রেমিক অসীম রায়ের বাড়িতে বিয়ের দাবিতে আমরন অনশন করে চলেছেন পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার মহিষচরনী গ্রামের ইন্দ্রজিৎ মন্ডলের মেয়ে প্রেমিকা পূজা মন্ডল। মঙ্গলবার (০৬ মে) সকাল ১০ টা থেকে আমরন অনশনের ঘোষণা দিয়ে প্রেমিকের বাড়িতে এক কন্যার জননী প্রেমিকা পূজা মণ্ডল তার শিশু কন্যাকে এতিম না করে তাকে মেনে নেওয়ার জন্য কান্নাকাটি ও কাকুতি মিনতি করতে দেখা গেছে প্রেমিক অসীম মন্ডলের পরিবারের কাছে। এ সময় অসীম রায় পূজা মন্ডলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনটি বন্ধ রেখে বাড়ি থেকে শটকে পড়ে। প্রেমিকা পূজা মন্ডলের ভাষ্যমতে, দীর্ঘ প্রায় ১২ বছর পূর্বে প্রেমিক অসীম রায়ের কোন এক আত্মীয়ের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে বেড়াতে গেলে সেখানে উভয়ের সাথে পরিচয় হয়,পরিচয়ের একপর্যায়ে তাদের সাথে মোবাইলে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পূজা মন্ডলের পরিবার তাদের মেয়েকে প্রথমে এলাকার মধ্যে বিয়ে দিলে সেখানে সে এক সপ্তাহ সংসার করে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে আসে ও প্রেমিক অসীমের সাথে তার সম্পর্ক চালিয়ে যায়, প্রথম বিয়ের পাঁচ বছর পরে পরিবারের সিদ্ধান্ত মতে পূজা মন্ডল কে বাগেরহাটের কচুয়া উপজেলার কাঠালতলা গ্রামের কৃষ্ণপদ সেনের ছেলে দেব প্রসাদ সেনের সাথে দ্বিতীয় বিয়ে হয়।সেখানে বর্তমানে তার একটি সাড়ে তিন বছরের কন্যা সন্তান হয়েছে। দ্বিতীয় স্বামীর সংসারে গিয়েও প্রেমিক অসীম রায়ের সাথে সম্পর্ক ধরে রাখে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে কখনো ভাই,কখনো দেবর,কখনোবা অন্য আত্মীয়ের পরিচয়ে অগণিত বার অন্তরঙ্গ মুহূর্ত কাটায়।এভাবে চলতে থাকলে প্রেমিক অসীমের বিয়ের আশ্বাসে ও উভয়ের সিদ্ধান্ত মতে দুইদিন পূর্বে ০৪মে২০২৫ইং তারিখে বাগেরহাট জেলা নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিট এর মাধ্যমে স্বামী দেবপ্রসাদ সেনকে তার অমতে প্রেমিকের কথায় ডিভোর্স দেয়।
মঙ্গলবার ৬ মে ২০২৫ তারিখ প্রেমিক অসীম রায়ের বাড়িতে পূজা মন্ডল চলে এসে বিয়ের দাবিতে কান্নাকাটি করে ও আমরন অনশনের ঘোষণা দেয়। অসীম তাকে বিয়ে না করলে এখান থেকে লাশ হয়ে ফিরে যাবে বলে জানান। অসীমের সাথে এর আগে সম্পর্ক অবনতি হলে তিনি বিষাক্ত ট্যাবলেট খেয়ে একাধিকবার আত্মহত্যা করতেও চেয়েছিলেন বলে জানিয়েছেন। অসীমের মায়ের দাবি, তার ছেলেকে ভুলিয়ে,ফুষলিয়ে,মিথ্যা প্রলোভন দেখিয়ে পূজা মন্ডল তার ছেলেকে নষ্ট করে ফেলেছে। অসীম তার পরিবার থেকে অনেক টাকা নিয়ে পুজার পিছনে খরচ করেছে। তিনি বলেন,যে মেয়ে পরপর একাধিক স্বামীকে বিনা অপরাধে প্রেমিকের কথায় ডিভোর্স দিতে পারে,সে তার ছেলের সঙ্গেও এমনটি করতে পারবে না তার কি গ্যারান্টি আছে?সে হিসেবে ওই মেয়েকে খারাপ মেয়ে হিসেবে আখ্যায়িত করেছেন। প্রেমিক অসীম রায়ের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।