পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মৃধার ছেলে কাঞ্চন মৃধা (২২) সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতরভাবে আহত হয়েছেন।ঘটনাটি ঘটে গত ৬ মে মঙ্গলবার দুপুরে, যখন কাঞ্চন মৃধা নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।