৭ই আগস্ট বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ কর্তৃক ফরিদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 এসময় শফির কারখানায় অভিযান চালিয়ে নকল দুধ তৈরি অবস্থায় দুজনকে আটক করে নকল দুধ তৈরির জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ একজনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এসময় আনুমানিক বিশ মণ তৈরিকৃত নকল দুধ জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অভিযানে সহায়তা করে ফরিদপুর থানা পুলিশের একটি চৌকস দল।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ বলেন জনস্বার্থে নকল দুধ তৈরির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।