বুধবার (৬ আগস্ট) দিল্লির শাহদারায় নিজ বাসভবনে তর্কাতর্কির একপর্যায়ে কড়াই দিয়ে আঘাত করে ৫৫ বছর বয়সী পিতাকে হত্যার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

একজন উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা (পিটিআই)।

ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার বিকেল ৩টা ৫৬ মিনিটের দিকে যখন জিটিবি হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় যে, রামনগরের বাসিন্দা টেক চাঁদ গোয়েল নামে এক ব্যক্তিকে আহত ও অচেতন অবস্থায় ভর্তি করা হয়েছে।


পিটিআই উক্ত কর্মকর্তার বরাত দিয়ে আরো জানায়, 
তাঁর ছেলে শিবম তাকে হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।