আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী হিসেবে অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের নাম ঘোষণা করেছে। সুজানগর উপজেলা জামায়াতে নায়েবে আমীর ফারুক-ই আজম ও সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। জানানো হয়েছে, বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মতামত গ্রহণ ও কেন্দ্রীয় সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও শিবির নেতার পরিচয়ে পরিচিত, বর্তমানে সুজানগর উপজেলা জামায়াতে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নির্বাচিত প্রার্থী হিসেবে মনোনয়ন জামায়াতে ইসলামী দলের অভ্যন্তরীণ ঐক্য ও কর্মদক্ষতার প্রমাণ স্বরূপ। বৈঠকে পাবনা জেলা জামায়াতে আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জহুরুল ইসলাম, সেক্রেটারী আব্দুল গাফফার খানসহ জেলা ও সুজানগর উপজেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অধ্যাপক কে এম হেসাব উদ্দিন এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের পরিচালক, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর পৌর শাখার আমীর ও সুজানগর উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এই মনোনয়ন ঘোষণায় দলের অভ্যন্তরীণ সমন্বয় ও স্থানীয় নেতাদের মতামতের গুরুত্ব স্পষ্ট হয়েছে।