বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১:৩০ মিনিটের সময় এই রায় জনাকীর্ণ আদালতে ঘোষণা করেন বিজ্ঞ বিচারক।
এই বিষয় এই মালার বিজ্ঞ অতিরিক্ত পিপি চৌধুরী মোঃ জাহিদ হাসান বলেন,
ফরিদপুর কোতোয়ালি থানার জিআর নং ৭৫৯/১৯ সালে মামলাটি দায়ের করেন নিহত ইজিবাইক চালক মোঃ স্বপন মোল্লা (২০) গ্রামঃ দেওয়ানীকান্দ উপজেলা সালথা জেলা ফরিদপুরের বাবা মোঃ আয়নাল মোল্লা।
প্রসঙ্গতঃ ঘটনার দিন অটোচালক স্বপনকে মামলার আসামিদ্বয় স্হানীয় বাসষ্টান্ড থেকে ভাড়া নেয়। পরবর্তী নিহতের কোন খোঁজ না পাওয়ায় ফরিদপুর থানার খোদাবক্স রোডের শেষ প্রান্তের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ দেখতে পেয়ে তার পরিবার পুলিশের সাহায্য উদ্ধার করেন।
মামলার অতিরিক্ত পিপি এবং নিহতের স্বজনদের সাথে আলাপ করলে তারা জানান, নিহত স্বপনকে তার কোমড়ে বাঁধা প্যান্টের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো মৃত্ঃ অবস্থায় তারা দেখতে পান।
এই ঘটনার পর নিহত আয়নালের ইজিবাইকটি সদর থানার শিবরামপুরে খুনীদের বিক্রির সূত্র ধরে মামলার আসামিদের সম্পর্কে নিশ্চিত হন কোতোয়ালি থানার পুলিশ। এরপর তারা আটক হয়।
দীর্ঘ প্রায় ৭ বছর পর এই মামলার বৃহস্পতিবার (৩১ জুলাই) রায় ঘোষণা করা হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সকল আসামিদের নাম জানা যায়নি।
আসামি পক্ষের বিজ্ঞ কৌশলী ছিলেন সিনিয়র আইনজীবী এডঃ নারায়ন চন্দ্র এবং এডঃ বদিউজ্জামাল বাবুলসহ একাধিক সিনিয়র আইনজীবী ছিলেন।
তারা বলেন, আমাদের মক্কলেরা উচ্চ আদালতে যাবেন। সেখানে আমরা ন্যায় বিচার পাবো। বাদী পক্ষের আইনজীবী বলেন আমরা ন্যায় বিচার পেয়ছি।
তাদের দাবি আমরা আসামিদের দ্রুত বিচার তথা ফাঁসি যাতে দ্রুত কার্যকর হয় সেই প্রার্থনা করছি।