রোববার (১৭ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।
ইউসেফ রামাদান বলেন, ‘বাংলাদেশের সরকার ফিলিস্তিনকে সব সময় বড় ধরনের সহযোগিতা করে যাচ্ছে। এ দেশের মানুষ প্রতিনিয়ত ওষুধ ও খাদ্যের জন্য ফিলিস্তিনে টাকা পাঠাচ্ছেন। আমাদের দেশের মানুষ বাংলাদেশের এ সাহায্যের বিষয়টি জানে। এজন্য আমরা সত্যিকারভাবেই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘গ্রেটার ইসরায়েলের’ যে ঘোষণা দিয়েছেন, তার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এজন্য আমরা বাংলাদেশকে ধন্যবাদ জানাই।”
এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে বলেও জানান তিনি।