আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঢাকাস্থ জাতিসংঘের কার্যালয়ে সেন্টার ফর ইসলামিক হেরিটেজ এর কো-অর্ডিনেটর ইমরান হুসাইন তুষার এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সেন্টারের গর্ভন্যান্স এ.কে আজাদ মজুমদার, জয়েন্ট কো-অর্ডিনেটর মিজানুর রহমান, ও ইয়াসিন রাসেল৷
সাক্ষাৎকালে সুজান ভাইজ প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং প্রস্তাবিত বিষয়টির পেপার ওয়ার্ক খতিয়ে দেখেন। সব দেখে শুনে তিনি প্রতিনিধি দলকে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রিকগনিশন প্রসেসে টেকনিক্যাল গাইডেন্স দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষ তিনি বলেন 'এটা অনেক লম্বা জার্নি। তবে শেষ পর্যন্ত রিকোয়ারম্যান্ট ফিলাপ করে রিকগনিশন আ্যচিভ করা গেলে তা উদ্যোক্তা টিমসহ পুরো কমিউনিটির জন্য বিশেষ অর্জন হবে।' স্বীকৃতি শুধু গর্বিতই করে না বরং কালচারের সেফগার্ড হিসেবেও কাজ করে যোগ করেন তিনি।
প্রতিনিধি দল আন্তরিকতাপূর্ণ সভা শেষে ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুছ উদযাপনের নানা কর্মযজ্ঞ নিয়ে প্রস্তুতকৃত ভিজ্যুয়াল ডকুমেন্টশন সুজান ভাইজের হাতে তুলে ধরেন।