শান্তি সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের আয়োজনে প্রান্তিক পাহাড়ী ও বাঙ্গালী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষুধ বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়। মঙ্গলবার( ০৬মে) সকাল ০৯টায় লংগদু জোনের আয়োজনে লংগদু উপজেলার কাট্টলী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি হতদরিদ্র, অসহায় ও অসুস্থ দেড় শতাধিক নারী ও পুরুষদের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ এর সুব্যবস্থা করেন। এছাড়াও গুরুতর অসুস্থ কয়েকজনকে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় মেডিক্যাল ক্যাম্প এবং আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন অত্র জোনের ক্যাপ্টেন মোঃ জাকারিয়া জন, ক্যাপ্টেন অনির্বাণ আহমেদ প্রত্যয়, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ। নদী আর পাহাড় অতিবাহিত করে, প্রান্তিক অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে মানবিকতার হাত বাড়িয়েছেন জোন অধিনায়ক মীর মোর্শেদ এসপিপি পিএসসি। এমন দৃষ্টান্তে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।