ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ঐতিহাসিক একটি গ্রাম বাস্তা। ঐতিহাসিক এই গ্রামের তরুণ যুবক প্রবীণ ও নবীনদের নিয়ে গড়া বাস্তা সবুজ সংঘ। স্থাপিত ১৯৫২ সালে রেজিষ্ট্রেশন নাম্বার ঢ - ১১২। দীর্ঘদিন কমিটি না থাকায় সমাজে অসংগতি বেড়ে যায়, তরুণ ও যুবকদের মধ্যে জুয়া খেলা নেশায় আসক্তি বিভিন্ন অপকর্মে জরিয়ে পরে। সমাজের এমন অসংগতিতে প্রবীণরা ও সমাজের সুধীজন চিন্তাগ্রস্থ। এহেন পরিস্থিতি ঠিক রাখার জন্য বাস্তা সবুজ সংঘের নতুন করে কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটি সামাজিক মূল্যবোধ থেকে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ১৬/০৫/২০২৫ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ বিপ্লব সরকার প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বালিয়া ইউনিয়ন পরিষদ। মোঃ সাজিবুজ্জামান রুবেল, চেয়ারম্যান প্রার্থী বালিয়া ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথি ছিলেন নূরে আলম সিদ্দিকী, ইনচার্জ, কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ী। এবং বাস্তা সবুজ সংঘের নব গঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান বাদল , বাস্তা সবুজ সংঘ এবং মোঃ আঃ খালক সরকার, সাধারণ সম্পাদক, বাস্তা সবুজ সংঘ।
সভায় উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষ এক কন্ঠে এক সুরে মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি ও অঙ্গীকার করেন।