২৮ জুলাই সোমবার দূপুরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে প্রথমে নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন,পাহাড় কাঞ্চনপুর,সুলতান মাহমুদ ঘাঁটিতে কর্মরত উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।এসময় বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।প্রথমে বিমান বাহিনীর কর্মকর্তারা সখিপুরের হতেয়া কেরানি পাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে নিহত মেহেনাজ আফরিন হুমাইরার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পরে মির্জাপুরের নগর ভাদগ্রামের নয়াপাড়ার নিহত শিক্ষার্থী তানভীর আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।নিহত তানভীর ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে।বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা নিহতদের পরিবারের সাথে কথা বলেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।এদিকে পাহাড় কাঞ্চনপুর বিমান বাহিনী ঘাঁটিটি নিহত শিশু শিক্ষার্থী হুমাইরার নামে নামকরনের দাবি জানান হুমাইরার বাবা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন।জনবহুল এলাকায় আর যেন কোন প্রশিক্ষণ বিমান উড্ডয়ন না করে,আর যেন কোন মায়ের বুক খালি না হয় এবং প্রশিক্ষণের জন্য জনবহুল এলাকা এড়িয়ে চলার দাবি জানান নিহত হুমাইরার বাবা দেলোয়ার হোসেন।