৪ ই সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ বুধবার আনুমানিক ২ঃ১৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিশেষ টহলদল কর্তৃক ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে কাভার্ড ভ্যান তল্লাশি করে *ভারতীয় শাড়ী-৫৬১ পিস, কসমেটিকস্ সামগ্রী-৪,৪৮৬ পিস, চকলেট-৯,৭৮৪ পিস, সিগারেট-৪,৯০০ প্যাকেট এবং কাভার্ড ভ্যান-০১ টি* আটক করা হয়। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কেটি ০৫ লক্ষ ৭৮ হাজার ৪ শত ৮০ টাকা।
আটককৃত কাভার্ড ভ্যানসহ অবৈধ চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।