স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন ব্লাড ফর চিটাগাং -এর প্রথমবারের মতো জুন মাসের সাধারণ সভা নগরীর সিআরবি শিরীষ তলায় অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম পর্যালোচনা, অর্ধবছরের পরিকল্পনা,দ্বিমাসিক রিপোর্ট পেশ এবং ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটি, বিভিন্ন টিমের সমন্বয়ক, সক্রিয় ভলান্টিয়ার ও নতুন সদস্যরা। সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল, রক্তদান কার্যক্রমের বিস্তৃতি, টিমগুলোর সমন্বিত কার্যপ্রণালী, জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ এবং মাসিক রিপোর্টিং প্রক্রিয়া।
সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা জানান, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। রক্তের জন্য যেন কেউ মারা না যায়, সেটি নিশ্চিত করতেই আমরা একসঙ্গে কাজ করছি।”
সভায় বিশেষভাবে রক্ত সংগ্রহ কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
ব্লাড ফর চিটাগাং এই সংগঠনটি বিগত কিছু মাস ধরে চট্টগ্রাম শহরে রক্তদানের সচেতনতা ছড়িয়ে দেওয়া, জরুরি রক্তের সংস্থান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশংসা অর্জন করেছে।
সাধারণ সভা শেষে সকলের অংশগ্রহণে একটি খোলা আলোচনা ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। সভাটি এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে সংগঠনের প্রতি সদস্য তাদের দায়িত্ববোধ ও অঙ্গীকারে আরও একবার দৃঢ় অঙ্গীকার করেন।